হৃদয়ের বাহিরেতে তারে কভু রাখিনি,
তার দেয়া অপমান গায়ে কভু মাখিনি।
যখন যা বলেছে সে সব মেনে নিয়েছি,
যখন যা চেয়েছে সে সাধ্যমত দিয়েছি,
ভুলেও আজ আর তার কাছে যাই না
কিবা জাদু করেছিল খুঁজে তা পাই না।
সেই জাদুকারিণীর মায়াভরা মুখটা,
বিদীর্ণ করেছিল আমাার এই বুকটা।
ভুলিয়ে রেখেছিল তার মিছে প্রলোভন,
তাই তো তার প্রেমে কাতর ছিল মন।
আগুপিছু না ভেবে করলাম বড় ভুল
শোধতে হবে তাই ভুলের এ মাসুল।
সাবধান করেছিল আমার সব প্রিয়জন—
কারো কথা না শুনে সঁপলাম তারে মন।
তার করা ছলনা বুঝতে যখন পেরেছি;
ঠিক ঠিক তখনই তারে আমি ছেড়েছি।
আগে তারে বুঝলে এত ক্ষতি হত না,
সম্বল আজ আমার হৃদয় ভরা যাতনা।