আজ ১লা ফাল্গুন। বিশ্ব ভালোবাসা দিবস।
এই তারিখটি আমি কোনদিন ভুলব না
তারিখটি আমার স্মৃতির পাতায়
খুব শক্ত হরফে লেখা হয়ে আছে।
এই দিনেই তো তুমি ভ্রান্ত ধারণা নিয়ে
আমার হৃদপিণ্ডের রাস্তায় ক্ষতচিহ্ন এঁকে;
চলে গিয়েছিলে দূরে। এই দিনটির কথা
আমি কি কখনো ভুলতে পারি বলো?
সেদিনের পর আর একবারের জন্যেও
দেখা হয়নি তোমার আমার। ভুলক্রমে—
আর বাজেনি তোমার রং-নাম্বার টেলিফোন।
এই দিনটির পর শুরু হয় তোমার জন্যে
আমার আবিল অপেক্ষার পালা।
ভেবেছিলাম, ভালোবাসা দিবসের এই দিনে
ভালোবাসা নিয়ে তোমার আনন্দময় আগমন,
আমার হৃদয়ে স্থায়ী আসন করে নেবে,
তা হলো না। ফল হলো একেবারে উল্টো।
এক-দুই-দিন করে কেটে গেল কুড়িটি বছর,
এর মধ্যে কখনো ভাঙেনি তোমার ভুল,
পাওনি তুমি তোমার ভুল ভাঙার ফুরসত।
তাইতো ১লা ফাল্গুন আজো আগুন হয়ে—
আমার হৃদয়ের ঘরে খেলা করে নিশিদিন।