স্বপ্ননীল_
আজ তোর স্বপ্নগুলোই তো নীল।
ভাদ্রের মাসে;
যখন সবার হাতে ঘুড়ি,
তখন তুই নীল কলমে স্বপ্ন গড়িস।
বাবার দেওয়া দোয়াত থেকে
ছিটকে আসা কালি;
অলক্ষ্যে সাদা পোশাকে বাসা বাধে,
ঝরনা তো ঝরেই যাচ্ছে বেদনায়-
তার কষ্টে নীল হয় ডায়েরির পাতা।

স্বপ্ননীল_
তোর স্বপ্নগুলোই তো নীল,
না হলে; নীলিমায় হাঁ করে
চেয়ে থাকে কেউ!
নাকি নির্জন রাতের আকাশে
শূন্য তারার ভিড়ে
কুয়াশার প্রান্তরে-
চাঁদ দেখে; আর ভাবে
ভাবে আর হাসে,
হাত তুলে বলে-
টেনে নে আমায়।

স্বপ্ননীল_
সত্যিই তুই বিষাক্ত নীল!
সঙ্গী তোর সঙ্গ ছেড়ে যায়;
আর তুই ভেসে বেড়াস কল্পনায়।
ভারাক্রান্ত মন নিকোটিন হাতে,
টান না দিয়ে-
ব্যাগেতে রাখে।
সেই দেশলাই আগুন জ্বালায়
মোমবাতি আর সাদা পর্দায়;
নিকোটিন ভাসে জলে।

স্বপ্ননীল_
সত্যিই কি তোর স্বপ্নগুলো নীল?
না হলে_
ছিন্ন পৃষ্ঠা; ভাঙা কলম
দু-টুকরো মোমবাতি; একটা অকেজো ক্যালকুলেটর
পাঁচটি ছেঁড়া বই; একটি ছেঁড়া জামা
একটি সাদা পাঞ্জাবি,
তাও আবার বাবার দোয়াতের কালিতে নীল।।