সবুজ বর্ণাভ পাতা
আমার সাদা খাতা;
একটি গোলাপ-
আর কলমের আকিবুকিতে,
সভ্যতার দাঁত কপাটি ভাঙে।
আর ভাঙে বিরহ বেদনা,
রাত জাগা কালো দাগ
চোখের কোনে লেগে থাকে।
আর থাকে টুকরো ভালোবাসা,
যা ভালোলাগার পূর্ণছটায়_
পরিপূর্ণ।
হৃদয়ের রুক্ষমাটি ফাটে
আকাশ বর্ষা দেয়,
ভিজিয়ে প্রকৃতি ঠান্ডা করে
আর আমি সেই জলে ডুবে মরি।
তুমি না চাও!
প্রকৃতি তো আমায় চায়,
আমায় যেতে দাও।
আমি আজ সেই_
শিশুর মতো;
যে গাছের সঙ্গে খেলা করে,
পাখির সঙ্গে খেলা করে,
খেলতে;খেলতে ঘুমিয়ে পরে
মাটির কোলে মাথা রেখে।
ঠিক তেমন ভাবে
চিরদিনের মতো ।।