আজ সুনয়না হরিণীর
চক্ষুবিষ পান করেছি।
সে বিষে দেহ নয়;
নীল হয় সবুজ মন।
আকাশ জুড়ে শ্বেতকান্তি
শিমুল তুলো উড়ে চলে-
আর আমি পরে থাকি
মাটিতে-
ঘাস আজ আর নেই,
ত্রিবর্ণা রামধনু আকাশ দেখে
সবুজ হারিয়ে যায়;
বিশ্বায়নের মাঝে।
দাঁড়িয়ে থাকে শুধু_
হলুদ হলুদ কারখানাগুলি।
যেখানে সবাই যন্ত্র;
মানবীয় যন্ত্র।
বুক ফাটা রক্তে ধরণী লাল হয়
আর আমি ভেসে বেড়াই
কল্পনায়-
অলীক কল্পনায়_
দেখি সেই মায়াবী চোখের
নীল মনি;
চক্ষুকোণে ময়ূরপঙ্খীর পেখমের
সুক্ষ পত্র;
আর অকৃত্রিম অত্যাধুনিক সলজ্জতা।
যা যে কোনো আরষ্টতা মুক্তিতে
অব্যর্থ বিষ,
আজ সেই চক্ষুবিষ পানে
নীল হয়েছে আপন মন।।