দীর্ঘ সময় অতিক্রান্তে
ক্লান্ত এক তৃষ্ণার্ত প্রাণ,
মরুর মরীচিকায় ভ্রান্ত মন
দীর্ঘ অপেক্ষায়।
দেহের তুলনায় -
মনের তৃষ্ণা আরো গভীর।
ক্ষতে আজ বালি জমে,
দেহ বালিময় হয়ে ওঠে।
মন আজ; ঐ চোরাবালির শিকার
শিকারির পাই দেখা,
ধরতে গিয়ে একা
অতি সংগোপনে,
বাঁধা পরি মনের বেড়াজালে।
সর্পদোষে সবুজ হয় নীল,
মন হয় বিলীন।
আর ভালোলাগা হারিয়ে যায়;
মরুভূমির চোরাবালির -
গহন অরণ্যে।
আর ভালোবাসা;
সে আজ বন্য, নগণ্য, হিংস্র
প্রানের অপেক্ষায়; বেঁচে থাকে
ঘৃণা নিয়ে।