কবিতায় স্বচ্ছতা থাকবে,
দেখা যাবে এপার-ওপার;
কোথাও থাকবে আলো,
কোথাও বা গাঢ় অন্ধকার।
ছন্দের চলন থাকবে,
বিন্যাসের মৃদুমন্দ গতি-
কখনো বিক্ষিপ্ত গদ্যে
এনে দেবে ভাবনা বিস্তৃতি।
পাঠকের দৃষ্টিভেদে
অর্থ হবে বহুমাত্রিক-
মতামত ভিন্ন,তবু
সমস্তই হয়ত সঠিক।
জগত বিলুপ্ত হবে,
ধ্বংস হবে বিশ্বচরাচর-
কবিতার মৃত্যু নেই,
সে'ই শুধু অবিনশ্বর।