জাতের নামে বজ্জাতি সব ,
জাত জালিয়াত খেলছ জুয়া -
ছুলেই তোদের জাত চলে যায় ,
জাত মামার বাড়ির নয়কো মুয়া ।।
তোমার লেখা তোমার গান ,
ভুলি নি কেও আমরা কবি -
জওয়ান বুড়ো, বাচ্চা খোকা ,
শিশু কিশোর, ছোট্ট নবী ।।
প্রশ্ন তবে উঠছে বল ,
মানছি কোথায় সেসব গান -
গ্রাম বাংলায় আজও আছে -
নক্শিকাথার উপখ্যান ।।
আজও চলে ধর্মের নামে ,
লোক ঠকানো ব্যাবসা বাজি -
ধর্মভীরু মানুষকে তাই -
ঠকাচ্ছে সব পণ্ডিত কাজী ।।
উচ্চ বর্ণ মানুষ গুলো ,
নিজেদের সব ব্রাক্ষণ বলে -
ব্রক্ষ জ্ঞানের হদিস নেই আর -
বামুন বলে বড়াই করে ।।
ওরে পাগল শাস্ত্র পড়িস ,
কোন শাস্ত্রে আছে লেখা -
পৈতে টা গলায় দিলে -
ব্রাক্ষণ হওয়ার গল্প কথা ।।
বিয়ের সময় জাতের হিসাব ,
অ ব্রাক্ষণ তাই অচ্ছুত জাত ?
তুই যে ব্রাক্ষণ, প্রমান কি তার ?
গলায় পৈতের অজুহাত ।।
ছার এইসব জাতবাজি আর ,
ঠকাস নেকো মানুষ জনে ,
করবিই যদি জাতবাজি তো -
সমাজটা ছাড় থাকগে বনে ।।