(১)
একটা সময়ের পর,
                   গল্প গুলো বদলে যায়।
শিরোনাম এক‌-ই থাকে,
                খলনায়ক শুধু পাল্টে যায়।

গল্পের শুরু হয় দুজন মিলে,
         একদিন দুজন মানুষ বদলে যায়।
যে গল্পে মুখ্য চরিত্রে ছিলো দুজন,
        সেই গল্পেই তারা ভিন্ন মেরুতে দাঁড়ায়।
              
                      (২)
অন্তিম পাতায় কি হবে,
                                কেউ জানে না।
দুজনেই আছে আজ,
                             শেষের অপেক্ষায়।
দুটো মন ভেঙ্গে গল্প হলো আজ,
            দুটি চরিত্র আজও কাঁদে নিরালায়।