মাটি দিয়ে গড়া প্রিয় পুতুল আমার,
জল লাগলো তাতে অজান্তে।
গলে যাচ্ছে সেটা খুব তারাতারি
চেষ্টা করছি আজ তাকে বাঁচাতে।

কি অদ্ভুত না এই দুনিয়া!
জল ছাড়া কাঁদা হয় না।
সেই কাঁদা দিয়ে পুতুল গড়ে,
জল কেই পাশে আসতে দেয় না।

যতোটা আমি বাঁচাতে চাইছি,
জল আসছে আরো ধেয়ে।
বাইরের জল আটকে ফেলেছি,
চোখের জল আটকায় কে?

এই পুতুল টাই শেষ সম্বল,
আর গড়ার শক্তি নেই।
তাই চেষ্টা করছি আমি প্রাণপণে,
তবে নিজের শত্রু আমি নিজেই।