বন্ধ ঘরের সিলিং ফ্যান টা
চোখের সামনে ঠাঁয় রয়েছে।
কতো কিছুই না দেখেছে,
হাসি-ফুর্তি, প্রেম-ভালোবাসা।

বিছানায় পড়ে থাকা এক দেহ,
নিথর, কোন প্রতিক্রিয়া বিহীন।
চোখ গড়িয়ে জলে ভিজে বালিশ,
শুকিয়ে দেয় ‌ওই সিলিং ফ্যান।

যদি সিলিং ফ্যান আর বালিশটা
কথা বলতে পারতো মুখ ফুটে।
যদি বন্ধ ঘরখানা খুলে দেয়া যেত,
যদি শ্বাসরুদ্ধকর পরিস্থিতি না হতো।

পাথর চাপা ব্যথা গুলো
বিষন্নতায় পরিনত হতো না।
নিদ্রাহীন রাত গুলো তেড়ে আসে,
ব্যথার ভাড়ার ভেঙ্গে দেয় নিমেষে।

নতুন আঘাত আবার ফিরিয়ে দেয়
ভুলে যাওয়া সকল যন্ত্রনার স্বাদ।
ভুলে যাওয়া! অভিনয়, অভিনয় করা।
রঙ্গমঞ্চের কাঠ পুতুল।