ধরো একদিন হঠাৎ আমি নেই।
শুধু পড়ে আছে আমার অগোছালো ঘর,
ধরো একদিন
ধরো একদিন তুমি আমার বাড়ি,
সাথে আমার স্মৃতির ডায়েরি।
ধরো একদিন
না না খোলো না ধুলো মাখা খাতা,
শুধু অন্ধকার নিরাশায় ভরা পাতা।
ধরো একদিন
ধরো একদিন তুমি আমার বাড়ি,
আমি নেই, আছে স্মৃতির প্রহরী।
ধরো একদিন
ধরো একদিন আমি নেই।
বৃষ্টি পড়ছে অঝোর ধারায়,
মনে পড়ে যেতে পারে আমায়।
সেই একদিন
সেই একদিন আমি নেই হঠাৎ,
হাঁটছো তুমি একা রাস্তায়।
কাউকে দেখতে আমি অবিকল,
খেয়াল রেখো নিজের,
হৃদযন্ত্র যেন না হয় বিকল।
ধরো একদিন
ধরো হঠাৎ একদিন আমি নেই,
মেনে নিও এই সত্যিটাকে,
মাঝে মাঝে ফিরে এসো,
মনে রেখো আমায়,
আমার ধুলো মাখা ডায়েরিটাকে।
কোন একদিন।