কানে বাজছে খুব করে আজ,
মায়ের মুখে শোনা প্রথম গান।
"ঘুম পারানি মাসি পিসি"
একটা ঘুম পারানি গান,
মায়ের কোল, আর চিন্তাহীন ঘুম।
আবার সকাল বেলা মায়ের ডাকে ওঠা।
সময়ের খাবার সময়ে,
এদিক-সেদিক নেই কোনো।
দুপুরে একটু ঘুম কিন্তু অনিবার্য।
সেই দিন গুলোই ভালো ছিলো,
কিন্তু আজকের সময়ে নেই।
সব পাল্টে গেছে।
মায়ের মুখে ঘুম পারানি গান নেই।
মায়ের কোলে মাথা রাখা হয়নি,
সে অনেক দিন।
খাবার সময়!
হয়ে উঠে না, সময় পেলে খাওয়া হয়।
দুপুরে ঘুম নিয়ে নাই বা বললাম।
সময় পাল্টায় খুব দ্রুত গতিতে।
হারিয়ে যায় মূল্যবান জিনিস,
ভালোবাসা।