আবার দেখা হবে কোন একদিন,
কোন এক অজানা রাস্তার মোড়ে।
খেয়াল করলেই বুঝতে পারবে
সেই একই কথা চোখ বলে যাচ্ছে।
মুখের কথা বদলালেও,
চোখের কথা বদলায় না।
ঠোঁটের কোণে হাঁসি,
আর চোখের কোণে জল।
এই মিশ্রণ একদিকে যেমন আনন্দ দেয়।
অন্যদিকে কষ্টের গভীরতা অকল্পনীয়।
আজও এই অনুভূতি গুলো
আগলে রেখেছি বুকে।
হ্যা এটাও মানি যে অনুভূতিরা
বাধ্যতামূলক ভাবে একই থাকে না।
তবে আমার এই পাগলামোটা
এক থাকবে আজীবন।
কারন আমি ভালোবাসলে
শুধুই ভালোবাসি।