এবার বোধ হয় বিদায়ের পালা
সব আয়োজন শেষে বলি বিদায়।
আসবো হয়তো ফিরে আবার,
(হয়তো)
দেখা হবে কোনো অছিলায়।
হয়তো থাকবে না এই কিছুই,
পাল্টাবে এই শহরের ছবি।
থাকবে শুধু এই সময়ের গান,
জন্মাবে আবার নতুন কবি।
বয়ে যাবে এই একি নদী,
আপন বেগে যা বহমান।
থেকে যাবে কিন্তু সেই দিনেও,
জমিয়ে রাখা এই অভিমান।
চলে যেতে যেনো চায়না কেউ,
তবু কেন যে চলে যেতে হয়।
হাজার দুঃখ-ব্যথা রেখেও
হাসি মুখে বলে যেতে হয়।
বিদায় বন্ধু, বিদায় শহর।