একটা গোটা জেনারেশন ভুগছে,
ওভার থিংকিং এবং ডিপ্রেশনে।
কথা বলার কেউ নেই।
কাকেই বা বলা যায় মনের কথা!
মনের কথা বললে হাসার পাত্র হতে হবে।
একটা গোটা জেনারেশন
নিজের জীবনকে আটকে রেখেছে
Insta story এবং whatsapp status এ।
কিন্তু সেখানেও একাকীত্ব।
কে কাকে সান্ত্বনা দিতে আসে?
কেই বা আসবে? সবাই নিজের দুঃখকে
হাসিতে পরিণত করতে ব্যাস্ত।
মানুষের সুখে, মানুষের দুঃখে
কেউ সঙি হতে চায় না।
সবাই নিজেকে আড়াল করে রাখতে চায়।
কবে এই জেনারেশন সুস্থ হয়ে ফিরবে?
কবে অভিনয় না করে
সত্তিকারের হাসি হাসবে?
কবে এই পৃথিবী আবার সুস্থ হবে?