বুকটা আজ খা খা করছে খুব,
সব থেকেও মনে হচ্ছে কিছুই নেই।
কি হয়েছে, কেন হচ্ছে, উত্তরে নিস্তব্ধতা।
অনেক চেষ্টা করেও নিজেকে সামলাতে পারছি না,
বিরাট একটা শূন্যতা বাসা করেছে বুকের ভেতর।
জানিনা কোনোদিন এই শূন্যতা পূরণ হবে কি না।
চোখের সামনে মানুষ বদলাতে দেখছি,
প্রিয়জন বদলে যায়, অধিকার চলে যায়।
তিলে তিলে একটা মানুষ হারিয়ে যায়।
কখনো ইচ্ছে হয়, চলে গিয়ে নিজের উপস্থিতি প্রমাণ করি।
আমার প্রয়োজন ফুরিয়ে গেছে আজ আবার।
চলে যাচ্ছি আমিও, বিদায় প্রিয়জন, বিদায়।