গল্প গুলো আস্তে আস্তে
মিলিয়ে যাচ্ছে বাতাসে।
বাতাসে আজ বিষাক্ত রাসায়ন,
ব‌ইছে নিকোটিন।
পুড়া মাংস নয়, পুড়া হৃদয়ের
অসহ্য গন্ধ বাতাসে।

চেহারা গুলো অমাবস্যার
নাকি আফগানি চাঁদ।
ফলগু ব‌ইছে গোপনে,
পুড়া চামড়ার ভিতরে।
প্রকাণ্ড জলস্রোত, নিরবে-নিভৃতে
বয়ে যায় অবিরাম।

ক্ষুধার্ত মন, প্রতিদিন প্রতিক্ষন
খুঁজে বেড়ায় ভালোবাসা।
সস্তা দামে বাজারে বিক্রি হচ্ছে
যা আজ প্রকাশ্যে।
মৃত হৃদয়, ভালোবাসা আজ
কেবল বিলাসিতা মাত্র।