হাজার বছর পর, কী হবে?
কী হবে জানিনা, আর অতো দূরদৃষ্টি ও কাজ করে না,
তবে জানি হাজার বছর পর
হাজারো কবিতা তৈরী হবে
আরও মারাত্মক ভালো সব কবিতা।
হাজার বছর পর প্রেমের ধরণ বদলাবে
হাজার বছর পর কবিতার গড়ন বদলাবে,
তবে থাকবো আমরা হয়তো বা স্মৃতি হয়ে
হয়তো বা থাকবো আজকের সন্ধ্যা হয়ে,
আর হয়তো থাকবো আজকের এই কবিতার মাঝে
চূড়ান্ত এক খারাপ সাঁজে ।
হাজার বছর পর কী হবে?
অজানা ভবিষ্যতের ভাবনা নেই,
যাই হোক না কেন
সময় বদলাবে, আকাশের চাঁদ হাতে পাওয়া যাবে
বায়ু দূষনে শুভ্র অক্সিজেন তৈরী হবে,
সুন্দর ফুলে বিষাক্ত ভ্রমর দেখা দেবে,
আর সমাজের নোংরামি চূড়ান্ত পরিণতি পাবে।
হাজার বছর পর কী হবে?
ভাবনা নেই, হয়তো বা অনেক ভালো কিছু হবে
ভাষা বদলাবে, ভাবনা বদলাবে, আশা দেখা দেবে
এক সভ্য-বিশ্বস্ত কিন্তু উগ্ৰ প্রেমের,
হাজার বছর পর আমাদের প্রেমের হাজার বছর হবে ।