আজ হালকা বাংলা ভাষার চল
জটিলতার স্থান নেই সেখানে
জটিলতা ধরা পড়ে মানুষের মনে ।
একটু কম ভালোবাসলেই নাকি রসবোধ কম, আর
ভালোবাসা গভীর হলেই নোংরামি !
যুক্তি-তর্কের খাতিরে দেহবাদের সাময়িক বিসর্জন
প্রবেশের পথ খুলে যায় ব্যবহারিক ভোগবাদে ;
তবে এখনও রোমান্টিকতা ধরা পড়ে
প্রেমিকার ঘামের গন্ধে তৈরি কবিতায়
এখনও সৃষ্টি হয় বহু শহুরে কবি
আবার মরেও যায় অপ্রকাশিত ভাবেই,
আর ব্যর্থ প্রেমিকের দল ঘুরে বেড়ায়
আর একটি প্রেমের খোঁজে ।
ভালো করবার আশা খারাপ করায়
নিষ্কাম কর্মে কামনা দেখা দেয়
প্রেমের মাঝে তাই চুম্বন খুবই জরুরি
নতুবা সত্যিই প্রেম অনুভূত হয় না
যদিও বিশ্বাসটা দরকারি ।
আর আমার-
সন্ধ্যার পর প্রেমিকার সাথে দরকারি কিছু কথা
বললাম, 'কাল রোববার, মনে রেখো প্ল্যানটা',
আর নীলশাড়িতে তাঁর হালকা সাঁজ;
হালকা ইচ্ছার আবদারে তাঁর ঘারে ঠোঁট ছোয়ানো
যদিও আমার ভালোবাসা উগ্ৰ নয়
তা নিতান্তই তাঁরই জন্য ।
আজ অনেক বাংলা কবিতার চল
হালকা থেকে গভীরে মুগ্ধতা
বাংলা কবিতার ইতিহাসে অনেক মহৎ কবিদের অন্তরালে
এককোণে পড়ে থাকে আরও একটি অকবির কবিতা ।