ওরা সুন্দর
ওরা চেয়েআছে এদিকে ওদিকে
ওদের দৃষ্টি পরস্পরে,
তবে চোখে চোখ নয়, তারও গভীরে।
একজনের দৃষ্টি প্রেমিকার চোখে, আর
প্রিয়ার দৃষ্টি প্রিয়ের প্রিয়ায়;
তাই ওরা যুগান্তরের প্রেম
ওরা সব অপ্রকাশিত হয়েও ধন্য
ঠিক আমার কবিতার মতো।
আজ শুন্যস্থানে কেউ নেই; সে কারো অপেক্ষায়
জ্ঞানবিশ্বের সকল জ্ঞানই কম পড়েযায়
নিজের অস্তিত্বের সঠিক পরিচয়ে
তাই নিজেকে হারিয়ে সকলকে চেনা।
এখন এর সাথে ও
এক দর্শনে something ও nothingness
এক বিশ্বে বহু দ্রব্য, এক বই এ ভারতীয় ও পাশ্চাত্য।
তবে আজ শুধুই শুন্য নয়
শারদীয়া মহাপর্বে ওরা সেজেগুজে তৈরি
ওরা আবার হারায় নিজেকেই নিজের মাঝে।
তবু ওরা থেকে যায় এখনকার সময়ে
এ ভরা প্রেমে, বহুবছরের আগমনীর সাথে।