কোথায় অশনিসংকেত? অর্থ কী তার?
আমার অভ্যাস পুরোনোকে বারেবারে চেয়ে দেখা
আমার কাছে তা নতুনের চেয়েও নতুন, কারণ
নতুনকে প্রথমবার এর পরই পুরোনো লাগে,
কিন্তু তুই পুরোনো, তোকে প্রতিবারই নতুন করে দেখি
তাই তোর পুরোনো হয়ে যাবার কোন ভয় নেই।
ওই! ঘুমোচ্ছিস্? ঘুমো!
তোর প্রেমের অপেক্ষায় আজ আমার প্রেমের কবিতারা,
তোর মাঝে আছে আমার নিজস্ব ভাবনারা।
ওই! ঘুমোচ্ছিস্? ঘুমো!
ভয় নেই, আমি তোকে নিয়ে শুধু কবিতা লিখবো,
আর অপলক দৃষ্টিতে তোর দিকে তাকিয়ে থাকবো।
ভয় নেই, আমার তৃষ্ণার্ত ঠোঁট তোর মায়াবী ঠোঁটকে স্পর্শ করবে না,
ভয় নেই, আমার ক্ষুধার্ত হাত তোর ওই নাভী ছোঁবে না।
আমার চোখ তোর গরম নিঃশ্বাসের ছবি গড়বে
আমার চোখ তোকে নীরবে পর্যবেক্ষণ করে যাবে,
আর চোখের মাঝে দুই বিন্দু জমে থাকা জল
গড়িয়ে পড়বে তোর ওই স্নেহের কপালে।
ভয় নেই, তা আমি মুছে দেবো না
তা তোর কপালে আঠালো টিপ হয়ে থাকবে,
আর সকালে ঘুম চোখে উঠে দেখবি
আমি, আমার ভাবনারা ও আমার প্রেম তোর পায়ের কাছে লুটোপুটি খাচ্ছে।
ভয় নেই, এরা তোর চমক ভেঙে তোকে সুপ্রভাত জানাবে না
এরা শুধু তোর অপেক্ষায় থাকবে, কাতর হয়ে তোর দিকে চেয়ে থাকবে,
তারপর এরা আশ্রয় নেবে তোর মনে ও ফোনে।
ভয় নেই, এরা তোর কাছে অনেক কিছু আশা করবে না
এরা তোর নেশায় মুখ আ করে চেয়ে থাকবে,
আর মাঝে মাঝে এরা ভয় পাবে তোর রাগে, তোর অভিমানে।
ভয় নেই, তোর গরম শব্দে এরা তোকে জাপটে ধরে আদর করবে,
আর তখন এদিকে আমি রাত জাগা ক্লান্ত চোখে
তোর হাসির অপেক্ষায়।