অনেকদিন হলো দেখা নেই তোমার-
তোমার কাজল কালো চোখ হয়তো জীবনস্রোতে আরও গভীর।
তোমার মনেতে নিঃশব্দ প্রেম জানি,
জানি প্রেম রাগে তুমি আরও রক্তিম।
'প্রেম' শব্দটা আজকাল আমার মনেতেও বাস করে,
কোনও এক পিওন নীলখামে রোজ প্রেম দিয়ে যায় ডাকবাক্সে।
জানো, আমি তোমার কথা আর ভাবিনা,
ভাবলে আমার তাশের দেশটা কেমন ঝরঝর করে ভেঙ্গে পড়তে থাকে।
আর, উড়তে থাকা তাশ গুলো বারবার-
ইঙ্গিত করে যায়, বাধ্য করে তোমাকে ভাবতে।
কিন্তু তারপরেই,
প্রতিদিন বেঁচে ওঠার জীর্ণ মাস্তুলে,
সাই-সাই বিরুদ্ধ হাওয়া, রেখে যায় ভাবনার কর্কশ অন্ধকার।
তুমি জানতে না,
তোমাকে না জানিয়ে ভালোবাসাটা ছিল আমার এক অভ্যাস,
তোমার মনের সমুদ্রে একটা ভালোবাসার গল্প চিকচিক করে ছিল।
'ভালোবাসা' শব্দটা এক ক্ষতের মত-
যার রঙ নীলাভ।