তোমাকে দেখেছি আজ থেকে ঠিক একমাস আগে
মৃদুবাহিনী এক নদীর কূলে বসেছিলে
জলের উপর নিবদ্ধ তোমার চোখ।

হাওয়ায় তোমার খোলা চুল যেন আরও এলোমেলো
কাজল কালো চোখ জয়ী হবে কি হবে না,
তারই প্রতিচ্ছবি যেন বিষণ্ণ মুখে বেদনায় স্থির।

কুসুমিত সূর্য  পড়ন্ত বিকালে আলো ছায়াময় !

কি জানি হঠাৎ কি হল তোমার সঞ্চিত বোধে !
জেগে উঠে নির্বোধের মতন গা ঝাড়া দিলে।

সেইদিন থেকে একমাস পরে দেখেছি তোমাকে
নাগরিক বাসে, ব্যস্ত কোলাহলে, তোমার শাড়ির আঁচল।