মাঝে মাঝে আমার খুব রাগ হয়
অভিমান জাগে, মনে হয়
আমি কে? কে আমি?
যখন স্থির বিস্ময়ে আকাশ দেখি,
সপ্তর্ষিমণ্ডলের যন্ত্রণাময় চোখে দেখি
নিসঃঙ্গতা প্রবল, জানতে পারি ক্ষোভ।
যখন প্রেমিকার ওষ্ঠ অধরে নীলনদ বয়ে যায়,
তখন ছড়িয়ে দেয় রতি-স্থির উত্তাপ
জানতে চাই, হে নারী আমি ঠিক কি চাই।
গণিকার চোখে দৃষ্টি রেখে সঙ্কিত উঠে,
বুঝতে পারি, প্রেম নয়, তৃপ্তি নয়, এ যেন অবসাদ,
সঙ্গি শুধুই শরীর।
আমার প্রেমিকার চোখ কাজল কালো হতে লক্ষ যোজন দূর,
জানতে পারি, প্রেম চাই!! চাই ভালোবাসা।
মধ্যরাতে নিবিড় ছোঁয়া স্পর্শ করলে শরীরে
বুঝতে পারি, প্রেমিকার কাম্য উচ্ছসিত শরীরের উম্
সিক্ত হয় পুরুষ।
তবুও সন্দেহ জাগে চিত্তে
আমি কে?? কে আমি?
বেঁচে উঠার সুস্পষ্ট ইচ্ছেরা নিসঃঙ্গ অন্ধকারে ভাসমান লাশ
স্বপ্নগুলো জীবন্ত মমি হয়ে কফিনে ফেরে,
বোধ লজ্জা পায় আমার নগ্নতায়,
যন্ত্রনায় কুণ্ঠিত হয় আবেগ,
প্রবল সন্দেহ জাগে
আমি……………… কে??
কে আমি!