অকালে বৃষ্টি মানেই আঁধার ঘনায়
ভিজে তোমার চুল, আমি তাতে নিরুপায়।
ট্রেনে থেকে নামতেই শরীর ক্লান্ত বিফল
ভোরের সকাল যেন নম্র অথচ কোমল।
গুমটি দোকানে জ্বলে নিভে আসা আলো
চায়ের দোকানে প্রেম যেন মন্দের ভালো।
তোমার আমার মনের মাঝে ছায়ার শরীর পড়ে
তোমার কাজল আলোয় যেন কালো ছায়া সরে।
দুপুরবেলার কাজের মাঝে "কোথায় গো তুমি"
লোকে ভাবছে; লোকে ভাবে হারালো বুঝি বঙ্গভুমি।
তোমাকে দেখছে লোকে যেন কুহকিনী
আমি তো চিনি তোমাকে, তুমি তো সেই মালিনী।
অন্ধকারে অন্ধ ভ্রম বড্ড আসে ঝুঁকে
ঢেউ যেন আজ ফুটেছে তোমার উন্নত বুকে।
মন যেন ভেঙে গেছে এই ঘোর রাতে
ভাবি তবু ফিরে যাই, হোক মৃত্যু অপঘাতে।
আজ কেন মনে পড়ে যত জমা কথা
তোমাকে হারালাম জানি চিরকালই ব্যথা।