আমার ভাঙা মন,
ভাঙা দেওয়াল কার্নিশ।
অনুভবের মাঝে,
কানফাটানো শিষ।
যখন বড্ড একলা আমি,
আর এক বোতল-
বিষ।

দূরে যাসনা-সঙ্গে থাকিস।
ভালো থাকিস প্লিজ।।

হিমঘরে যদি দেহ রাখিস।
যদি, লাগামছাড়া কাদতে থাকিস-
সঙ্গে রুমাল নিস।
একটু কেদে, একটু হাসিস
একটু সময় নিস।

পচন ধরুক, শান্ত শরীর-
পুড়িয়ে দিসনা যেন।
পুড়িয়ে দিসনা প্লিজ।

দূরে যাসনা।
সঙ্গে থাকিস।
ভালো থাকিস প্লিজ।।