এই যে দাদা ,শুনতে কি পাচ্ছেন?
চঞ্চল মন,তড়িঘড়ি বাড়ি যাচ্ছেন?
ঠিক ভাবছেন ফিরলে 'বাবা' বলে
ঝাঁপিয়ে উঠবে ছেলে আপনার কোলে...
আমার জানেন needy family ছিলো,
ছোটো ক্রাইসিসে আকাশ পড়ত ভেঙ্গে-
বছরখানেক আগে যে কি হল
হঠাৎ মাথায় ব্রিজটাই এলো নেমে...
মার চিকিৎসা,অনেকগুলো টাকা...
সঞ্চয় শেষ, বৌয়ের গয়না ফাঁকা
ছোট্ট ছেলেটা ছোট্ট ঘরের কোণে
বাবার ফেরার চিন্তায় দিন গোনে...
হাজারটা পথ ভাবছি,পথ চলছি,
ছিলাম তখন প্রাইভেটে কেনা গোলাম---
ছেলেটাকে বড় স্কুলে দেবো ভাবছি
দলা পাকিয়ে ছোট্ট হয়ে গেলাম...
পারেন যদি অফিস ফেরতা পথে
খোকার ছোঁয়া মেখে আনবেন হাতে,
আমায় পাবেন রোজ এই ঠিকানায়
গণেশ টকীজ লাগোয়া রাস্তায়...