মেঠো পথে সন্ধ্যে নেমে আসে,
আলতো করে জড়িয়ে ধরে আঁধার,
মাটির ঘরে জ্বলে ওঠে সাঁঝবাতি...
আমার নেই ঘরে ফেরার তাড়া,
কালপুরুষ খুঁজি খেলার ছলে,
সিগারেটের আগুন আমার সাথী ¦
বটের তলায় জোনাকিদের সভা,
ঘন্টা বাজে দুর্গামন্দিরেতে...
ফিকে হয়ে যায় পাখিদের কলরব ¦
আমার কানে মন্তর দেয় মাদল...
নিশি ডাকে ছাতিম ফুলের গন্ধ,
আর, অনেক দূরের পাহাড়ের অবয়ব !