ষষ্ঠী
ষষ্ঠী মানেই দেবীর বোধন
অকাল বোধনে দেবীকে আহ্বান জানানো হয়
মৃন্ময়ী মূর্তিতে চিন্ময়ী রূপে বিরাজ করা জন্য অধিবাস ও আমন্ত্রন

সপ্তমী
ক্ষেত্রবিশেষে কুলাচার অনুসারে সপ্তম্যাদি কল্পারম্ভ পূজা, নবপত্রিকা স্নান, প্রবেশ ও স্থাপন, সপ্তমীবিহিত পূজা

মহাষ্টমী
সকালে মায়ের অষ্টমী পূজো ও অঞ্জলী সন্ধ্যায় দেবীর সন্ধি পূজো বাঙালি এই দিন ঠাকুরের সামনে নতুন জামা-কাপড় পরে অষ্টমীর অঞ্জলি দেবেই মন্ত্রপাঠ করে সকলেই দেবীর চরণে ফুল, বেলপাতার অঞ্জলি দান করেন।

নবমী
শাস্ত্রমতে, নবমীতেই দেবী বন্দনার সমাপ্তি তাই ভক্তরা প্রার্থনা করতে থাকেন দেবীর উদ্দেশ্যে যজ্ঞের মাধ্যমে দেবী দুর্গার কাছে আহুতি দেওয়া হয় ১০৮টি বেল পাতা, আম কাঠ, ঘি দিয়ে এই যজ্ঞ করা হয়।

বিজয়া দশমী
প্রভাতে মায়ের বিদায় বেলা অর্থাৎ দন বিসজন
"দেবী ফিরে চলেন কৈলাশে সন্ধ্যায় সিদুর খেলা মায়ের বরনের মধ্যে দিয়ে দেবী দুর্গার বিসজন