শরৎ মানেই পুজোর আমেজ,
শরৎ মানেই খুশি।
শরৎ মানেই মহালয়া আর,
পুজোর লম্বা ছুটি ।
শরৎ মানেই আকাশভরা
সাদা মেঘের ভেলা।
শরৎ মানেই ঢাকের তালে
মেতে ওঠার খেলা ।
শরৎ মানেই সবুজ মাঠের
শান্ত শীতল হাওয়া ।
শরৎ মানেই মাঠের ধারে
কাশ-শিউলির ছাওয়া ।
শরৎ মানেই একটু মজা,
একটু সুখের স্বাদ ।
শরৎ মানেই অনেক হাসি,
অনেক আনন্দ উৎসব ।
শরৎ মানেই শুধুই আনন্দ,
সব দুঃখই বাদ।।