অনেক সময় কেউ না কেউ থেকে যায়।
অভিমানে, আক্ষেপে, অপেক্ষা!
পরিচিত পারফিউমের ঘ্রাণে।
ফেলে যাওয়া ডাকনামে।
ফেলে যাওয়া অতি পরিচিত ব্যবহারে।
প্রিয় কবিতায়, বিষণ্ণ গানের লাইনে।
বিকালে শূন্যতায়, ঘোরলাগা একাকীত্বে।
মাঝরাতে অবাধ্য চোখের জল।
তুমি নেই, তুমি নেই।
তবুও তুমি আছো, তোমার না থাকার সেই সবটা জুড়ে।