কোয়েল পাখি কোয়েল পাখি
উড়ে বেড়াচ্ছ কেবল দিচ্ছ ফাঁকি
তুমি করো না কোন কাজ
তাতে নাই তোমার একটু লাজ
মধুর কন্ঠে বেঁধেছ যে মধুর সুর
জানিনা তোমায় পেতে যেতে হবে কতদূর
তোমার কন্ঠে মোহিত আমি
এখনো তোমার গান শোনা বাকি
চালাক চতুর বুদ্ধিতে ভরা
গায়ে তোমার ডোরাকাটা দাগ
মাথা সরু পেট টা অধিক মোটা
এখন তবু তোমার পাই না দেখা
একলা আমি কী আর করি
বসন্তে কোকিলের কুহু ডাক শুনি