সে যতখানি আমার,
সে সম্পূর্ণভাবে আমারই হোক।
সেই ভুল হোক,তার পাহাড় প্রমাণ জেদ হোক।
আমার মনের ভাষা, সে হোক সবুজ পাহাড়,
অথবা তার আত্মা, মর্মান্তিক ঝড়।
তবু সে আমার হোক।
ভুলে যেও সে, তার পাথরের রঙ,
তবুও হৃদয়ে সবুজে লেপ্টে যায়,
লালফোকাসে কুন্ডল ক্যান্ডল।
আধআনা বা সিকিভাগ,
কাউকে স্বার্থপর হতে নেই,
পজেসিভ ভাবে বৃদ্ধি করুক ভালোবাসায়।
সর্বনাশা চোখদুটো ফালাফালা করে,
আমার অস্তিত্বে মৃদু স্পর্শ ধরে।
যার খানিক অবহেলায়, আমি মাটিতে যাই মিশে।
একবুক মনখারাপ নিয়ে দাঁড়িয়ে থাকি ভীড় বাসে।
গালবেয়ে নদীর দেখা নেমে আসে অজান্তেই।
যে ঘুরে তাকালে,
আমার হৃদয়ের গতিবেগ আকাশছোঁয়া।
হঠাৎই জড়িয়ে ধরলে,
মেঘের তুলোর মতন হালকা লাগে।
খামোখা কথায় কথায়,
কানের পাশে চুলটা সরালে
নিজেকে সর্বশক্তিমান মনে হয়।
আস্তিত্ব যাকে সুরক্ষিত রেখে,
আমি থাকি সৃষ্টির প্রচুর মৌল্যে।