বসন্তের প্রাক্কালে
চুত মঞ্জুরীর গন্ধে ভরা
মৃদু মন্দ সমীরনে
আগামী দিনের আলো
বৎস সুধা হয়ে মধু ঢালো।
জাতির অন্ধকারে
কেন রয়েছো বর্ণময়,
কেন রইছো তুমি অবহেলিত
নিদ্রা ত্যাগ করে জেগে ওঠো
প্রাণ প্রতিষ্ঠা কর পাথরের মধ্যে।
গড়িয়ে পড়ছে বারি
আঁখি কোনে ধরে নাহি রাখি,
ঝংকার উঠেছে হৃদয়
জাগিয়া রূপান্তরের বাতি।