তোকে বুঝবো বলে ভালো তো বাসিনি,
তোকে জানবো বলেও না।
তোকে দেখবো বলে চোখের আড়ালে উকি টাও দিই অনেক সন্তর্পনে!
এক না চেনা জলছবির মতই থাক না তুই আমার হয়ে,
খেয়ালী হাওয়ার মত যাক না উরে যত মন-খারাপি চিন্তাগুলো-
অপার হাতে না হয় তুলে নিলি ছিন্ন বীনাখানি!
জানি, আশ্চর্য লাগছে।
তবে অবাক হস না,
আমি যে তুলিতে তোকে এঁকেছি, সে আমার একান্ত ব্যক্তিগত;
সে অভিমানী,তবে আবার রাগ ভুলে আদর করতেও জানে!
সে হয়ত অবাক হবে এটা শুনে যে আমিও তাকে ভালবাসি,
তার গায়ে রঙের প্রলেপ প্রাণভরে মাখিয়ে দিয়েছি সারা রাত জুড়ে,
নিশীথ শিয়রে তার অবগুণ্ঠন আমার ক্যানভাসে সে এক দিব্য প্রহেলিকা!!
সে মুক্তি পায় আমার তুলির ছোয়াতে,
তার জৌলুস ফুটে ওঠে চারিদিকে,
যেন কোন মাঝরাতের ট্রেনে সাওয়ার হওয়া একলা যাত্রী,
সাথে তুই আছিস জলছবি হয়ে আমার বুকপকেটে!
সিগারেটের জ্বলন্ত ধোঁয়া তোকে আবারো ফুটিয়ে তোলে
আমাকে নিবিষ্ট করে নির্বাক আলাপে।।
আমি মুক্ত, তোকেও মুক্তি দিয়েছি সৃষ্টির আগেই-
আমরা স্বাধীন, স্বতস্ফূর্ত!