একরাশ স্বপ্ন আর চোরাবালির মাঝে উদ্ভ্রান্তের মতো দাঁড়িয়ে থাকা এক নিশ্চল পথিক আমি!
বিদিশার নেশায় মেতেছে যার যৌবন;
অহমিকা?
সে তো কবেই পুড়ে ছাই।
সাঁঝতারার মিটমিটে আলোয় জ্বলে তার সন্ধ্যা-প্রদীপ।
তার রক্তিম কলেবরে ফুটে ওঠা শত শত আঘাতের চিহ্ন
এক মুহুর্তের জন্য কি মনে করায় না তোমায়,
তার ভালোবাসার কথা?
তোমায় ঘিরে যে অসংখ্য স্বপ্নের ব্যূহ রচেছিল একদিন
বলেছিল,"প্রিয়তমা তুমি অনন্য!"
সেই নিস্তেজ হয়ে যাওয়া কলিজার শীতলতা
কি তোমায় ছুঁয়ে যায় না একবারও?

একদিন;-
হয়তো শিশিরভেজা মায়াবী কোন
কন্ঠ ডাক দিয়ে যাবে
হারিয়ে যাওয়ার ডাক
নিস্তব্ধ সমীরে,অজানার খোজে।
দূর দিগন্তে বিলিন হবে-
"প্রেমের ইতিকথা"।
অপরাজিতা তুমি
তোমাতেই বিলিন হবে আমার যন্ত্রনার ক্যানভাস;
আর থেকে যাবে কিছু নিস্তব্ধ মুহূর্তের না আঁকা প্রতিচ্ছবি।।



"তিথিকে দিলাম"।
২রা পৌষ,১৪২২