তোমায় শোনাবো বলে লেখা আমার এই ছেড়া পাতাখানি....
অনেক যত্নে একা কলমের কিছু উন্মত্ত আঁচড়!
একটু সিক্ততা, ভেজা চুলে তোমায় জড়িয়ে থাকার মিষ্টি গন্ধ
আমার গায়ে কাটা দিয়ে যাওয়া তোমার উষ্ণ স্পর্শ।
জানো আমার এই বিস্তীর্ণ বেলাভূমিতে দিগন্তগমি লালরঙা
গোধূলি এসে উকি দেয় কাজের ফাঁকে।
একটু স্মৃতির আবেগ,
গা ছুয়ে যাওয়া কিছু মুহূর্তের ভিড়
সব মিশে একাকার হতে তোমায় ধরা দিয়েছে,
আমার কলমে সাজানো প্রতিটি অক্ষর তোমায় ফুটিয়ে তোলে নিখুঁতভাবে !
কি আশ্চর্য ক্ষমতা তাই না?
হ্যা,এটাই সত্যি!
তোমায় ছুয়ে থাকার এটা যে ক্ষুদ্রতম প্রতিবেদন;
আরো বেশি করে চায় সেই গন্ধটা,
থাক না যত সুখী জীবনের ছদ্ম পিছুটান,
নিভে যাক মন খারাপের চিহ্নেরা
বাড়ি ফেরা চতকেরা
বয়ে নিয়ে যাক "জীবনের সুনামি"
আর আসন্ন দিগন্তে ফুটে উঠুক
সাদা প্যাম্ফলেটে আঁকা
নির্বাক ছবিরা।
আমি না হয় বৃষ্টি হয়ে আসবো , তুমি দাড়িয়ে থেকো দরজায়!!