আজ কি তবে একুশে বৈশাখ?
পাড়ার মোড়ে পসড়া নিয়ে বসে থাকা দোকানীটা
ব্যগ্র বিশ্রান্তভাবে চেয়ে দেখছে যুথিকারে,
মাথার উপরে চাঁদি ঠ্যাঙানো রোদে গুটিসারে ফিরে চলা লালচে-কালো পিপড়ের সারি,-
এগিয়ে চলেছে ইতস্তত পায়ে!!
কোমল পায়ের নুপুরের ছমছম শব্দে উথলে ওঠা যৌবনা,
তার নিস্পৃহ গাত্রপ্রসুত ক্লেদবিন্দু দিয়ে রচনা করেছে কোন মায়াবী মোহিনীর অবয়ব!
দূরে বেজে যাওয়া সাইরেনের কান ফাটানো চিতকারে বিমর্ষ পথিকটা একটু থমকেছে..
সে কি কিছু বলতে চায়!!
দিনটা আবছা স্মৃতি র ক্যানভাসে নিয়নের পরাছবি
বিষাক্ত তবু অমলিন
দূরে গেয়ে ওঠা কোন কোকিলের মিহি সুর তাতে মিশে
রাতজাগা জোনাকিরা ভীর করে স্বপ্নের গহীনে;
আজ একুশটা জন্মদিন পেরিয়ে তোমার ভালোবাসা সঙ্গী আমার ঠিকানাহীন অচেনা সফরের...
তুমি বলেছিলে," আজি দিবসে সপিনু তোমারে মোর এ হৃদয়খানি!!"
মূহুর্ত খানিক স্তম্ভিত চারিদিক, চোখে কেবল নির্বাক বিস্ময়,
ঠোঁটের চেরা দিয়ে কেবল একটি কথা উৎসারিত হল,"আমার পরান যাহা চায়,তুমি তাই, তুমি তাই কি!!"
সহস্র শতাব্দী ধরে যেন চেয়ে রই , যুগের আবহ যেন বিনিদ্র ক্ষণকাল!
এ কোন মায়াবিনী
তৃষিত হৃদয় যার
প্রেমসুখ মাগে...
আজ সেই রঙিন পাতার দুপিঠ উল্টে
বুক ভরে টেনে নিই "বাঁচার অক্সিজেন";
দেহতল সিক্ত করে যাওয়া বৈশাখী হওয়া
উড়িয়ে নিয়ে যায় বহুদূর!
ছেরা পাতার মতো নিজেকে বিলিয়ে দিলাম তোমার মাঝে ,
খুঁজে নিও সখা,হে প্রিয়তম।।
"এলোমেলো ডায়েরী"
- ২১ শে বৈশাখ