বৃষ্টি নেমেছে আজ সারা আকাশ জুড়ে
বৈশাখী রোদেরা এবার ছুটি নিয়ে চলে যাবে বাসায়
উত্তাল বাতাস ঢেকে দেবে চারিদিক
তৃষ্ণার্ত চাতকের ক্লান্ত ঠোঁটে বৃষ্টিভেজা নির্মল প্রশান্তি;
হ্যা বর্ষা এসেছে।।
বিষন্ন রাস্তায় ঘুরে বেড়ানো পথিকটা
আজ অপেক্ষারত, অস্থায়ী ছাউনির নিচে!
প্রাণে হিল্লোল তোলা ঝোড়ো হওয়ায়
দুলে চলা গাছেদের সারি আজ বাঁধভাঙা আনন্দে মশগুল।
তারা যে আজ খুব খুশি বৃষ্টিকে পেয়ে,
স্বকীয় ছন্দে স্বাগত জানায় ঋতুরাজকে।
শুকনো কাঠফাটা রোদের পর এ যেন
প্রকৃতির স্নিগ্ধ হাসিমাখা কান্না।
হে পরমস্রস্টা ! তোমার চরণে সমীপেছি
আমার সকল দুঃখ , গ্লানি;
আমি পবিত্র,প্রানবন্ত,উচ্ছল।
শহরের ব্যস্ততা আজ যেন আচমকা থমকে গেছে
দ্রুতগতির জীবনযাত্রায় এক মুহূর্তের সংযম,
নিরবতায় গ্রাস করেছে জনসমুদ্রের ঢেউ;
ধুয়ে মুছে সাফ করে একেবারে নতুনভাবে
নতুন আবেশে ঝরে পড়ছে আকাশ জোড়া বারিধারা!
স্নিগ্ধ স্পর্শ আমাকে আকুল করে,
অনেক না চাওয়ার মাঝে এ যেন পূর্ণপ্রাপ্তি।।
বিকশিত নবজীবন - এ যেন কল্যাণের সৃষ্টিভুমি।
ভিজিয়ে দাও সব রুরতা ,মলিনতা -
শুরু হোক আরো একটা অধ্যায়ের।।