সে রাতের মতো গভীর, সে মৃত্যুর মতো ঠান্ডা
তার চোখে কোণে গড়িয়ে যাওয়া নীরব রক্ত,
এই রক্তেই তৈরি হয়েছে একটা গোটা প্রজন্ম
তাদের কারুর চোখে লোভ, আকাঙ্ক্ষা আর লালসা।
প্রতিটি নখের আঁচড় আমাকে ঘুমাতে দেই না
প্রতিটি ক্ষতচিহ্ন আমাকে নতুন বিপ্লবী করে তোলে
আমি রক্ত মাংসে আর ভয় পাই না, শুধু বিচার চাই
প্রতিটি ক্ষতের, প্রতিটি যন্ত্রণার প্রতিটি আঁচড়ের.....