নাই বা পেলাম তোমায় ছুঁতে, তবুও জেনো ভালোবাসি,
নদীর বিপরীতে বয়ে যাওয়া আমি সেই নৌকার মতো,
জীবনের খরস্রোতে তোমায় সঙ্গী করার সুপ্ত আশায়,
তোমার মুটোহাত খুলে দেখো, তোমায় ভালোবাসি কত।
পুরানো ক্যালেন্ডারে লাল কালি দিয়ে মার্ক করা আছে,
তোমাকে দূর থেকেই দেখেছি আমি, কতবার, কত দিন,
ধুমকেতুর মতো তোমায় শেষ দেখেছি বছর পাঁচ আগে,
তোমার কথা পড়লে মনে, বুকের বাঁ পাশে করে চিন চিন।
পুরানো আলমারিতে আজও বন্দি আছে না পাঠানো চিঠি
শীতের পোষাকের মতো সেগুলো ভাঁজ করেছিলাম সযত্নে,
সময় আমাকে আজ সব দিয়েছে ফিরিয়ে, তোমায় ছাড়া,
সিগারেটের শেষ আগুনটুকুও ঠোঁট পোড়ায় বড্ড আনমনে।
চেয়েছি পলাশের বন রক্তিম হোক তোমার হাতের ছোঁয়ায়
স্বপ্নের লাল রং কপাল ছুঁয়ে এসেছে তোমার, প্রাণখোলা হাসি,
তবুও বারবার চাই তুমি ভালো থেকো, অন্য কারোর সাথে,
নাই বা তোমায় ছুঁতে তবুও জেনো আজও খুব ভালোবাসি।
৭ ই নভেম্বর, ২০২৩
চিতুড়ী, স্বরূপনগর