সর্বশান্ত
আজ পথের ধারে এক সর্বশান্ত'কে দেখলাম।
নিশ্চিন্তে হেঁটে যাচ্ছে ভবিষ্যতের দিকে
আমি তখন চার চাকার মাঝে চিন্তিত সফরে
দু মুঠো ভাতের আশায় ছুটে চলছি মাইলের পর মাইল
কিন্তু তার কোনো চাওয়া নেই, পাওয়া নেই,
কি অমলিন, কি করুণ তার মুখের, চোখের ভঙ্গিমা!
আমি আজ ভীড় বহুল রাস্তার যে মানুষটিকে দেখলাম
তার সত্যি কিচ্ছু নেই, একটা 'হৃদয়' ছাড়া ...