সময়ের ছোবলে
তুমিও তোমার মতো করে ভালো থেকো
আমি মেনে নিয়েছি আমার ব্যর্থতা
ইতিহাস মুছে ফেলা যাই না ঠিকই জানি
তবে সময়ের ছোবলে সেও তুচ্ছ হয়ে যাবেই।
হয়ত আমি গতিপথ হারিয়ে ফেলব মোহনার আগেই
তুমি সঠিক সময়ে তার হৃদয়ে পৌঁছে যেও
আমি অসীমের পথে হাঁটছি,তোমাকে ছোঁব না বলে
আজীবন তুমি তার হৃদয়ের কাছে থেকে যেও।