তোমরা তো মুক্ত আছো, ঘুরতে পারো ইচ্ছে মতো
শিউলি বনে গন্ধ কোড়াও, গোলাপ ফুলে রক্ত লাগাও
আকাশ সমান গল্প লিখে তাহার পানে একটু চেয়ে
অল্প একটু নরম হেসে তাকে ভালোবাসার ছোঁয়া দাও।
তোমরা তো মুক্ত আছো, দিব্যি কাটছে হেলায় খেলায়
আমরা আছি বন্দি দশায়, দেওয়ালের সাথে মনের কথায়
চাপা স্বরে শব্দ করে আর তোমার কথাও একটু ভেবে
কারাগারেই আছি বেশ, তবুও তোমায় কাছে অসহায়।
তোমরা তো মুক্ত আছো, কখনও নদীর জলে ঢেউ গোনো
আকাশ পানে ঐ যাচ্ছে উড়ে বকের দল আর শঙ্খচিল,
মাছেরা আবার খাচ্ছে খাবি, মাছরাঙা বসে ভাঙা বাঁশে
সেই মানুষটিও মরছে ঘরে, লাগিয়েছে সে দরজায় খিল।
সবাই মুক্ত হতে চায় কারাগার বা কখনও জীবন থেকে
সব মুক্তিই তোমায় দেয় না শুধরে বরং কেউ মরে ক্ষুধায়,
কিছু করার চেষ্টা করো, যতটুকু হাতে আছে অবশিষ্ট সময়
ভোরেই শুরু হোক সব নতুন করে, গড়ে তোলো নিজ পরিচয়।
৫ ই নভেম্বর, ২০২৩
চিতুড়ী, স্বরূপনগর