আবারও যদি বিধ্বংসী ঝড় ওঠে ঈশান কোণে
যদি ঈষৎ কালো মেঘে ছেয়ে যায় সবটুকু আকাশ
আগাম সাইরেন বাজিও, একটু জানিয়ে দিও আমায়
মৃত্যুর জন্য অপেক্ষা করব, হব নাকো কারোর দাস।
আবারও যদি রক্ত মাংস মিলেমিশে একাকার হতে চায়
যদি কখনও পৃথিবীর রং হয়ে যাই বিষাক্ত ঘন লাল
আগাম খবর দিও, একটু জানিয়ে দিও আমায়
আবার না হয় দেব প্রাণ, আমি যে শহিদ, মৃত্যু মাতাল।
আবারও যদি ভয়ংকর বিষ্ফোরণ গিলে নিতে চাই মাকে
যদি মায়ের বক্ষদেশ ক্ষতবিক্ষত হয় কামানের গোলায়
তবে শেষবার অস্ত্র দিও হাতে, সাহস দিও আমায়
যদি পারি লড়ব, না হয় ক্ষত বুকে পড়ে রব গাছের ছায়ায়।
যদি এতটুকুও নখের আঁচড় লাগে আমার মায়ের শরীরে
যদি আমার ব্যস্ত শহর, ধ্বংস শেষে, কখনও হয় শ্মশান,
তবে একবার সাইরেন বাজিও, কথা দিলাম, আমি ফিরবই,
নিঃচিহ্ন করব ওদের, কেড়ে নেব ওদের আছে যত প্রাণ।
৩০ শে অক্টোবর, ২০২৩
চিতুড়ী, স্বরূপনগর