তোমরা তো রাজার মতোই বেঁচে আছো, কৃষকের রক্তে
ওরা মাটি আঁকড়ে পড়ে আছে হয়ত কোন পথের ধারে,
ওদের গায়ের দূর্গন্ধ ঢাকতে তোমার নাকে রুমাল চাপা
তবুও ওদেরই রক্ত জলে তোমরা মুকুট পড়ো বারে বারে।
হয়ত ওরা জানে না, এক কোটি টাকা মানে ঠিক কতটা !
হয়ত ওরা জানত না, টাটার বিদায় ঠিক কতটা ক্ষতিকর,
ওরা শুধু বিশ্বাস করতে শিখেছিল আরও একটা যুগের,
বিশ্বাস করেছিল শুধু ওদের, 'একদল রক্তচোষা ভন্ড ঈশ্বর'।
ওদের রক্ত দিয়েই তোমাদে্র মুকুট করেছো রক্তিম লাল
আগে ওদের স্বাস্থ্যকর জীবন তো বিক্রি হত কেজি দরে
ওরা নিজের ভুল বুঝেছে, যখন পড়েছে ভাতের হাঁড়িতে টান
বারবার সংঘর্ষ তোমরা বাঁধাও, ওরা পিঁপড়ের মতো মরে।
ওদের আজ ঘর ছাড়া এক যাযাবর মতো ছন্নছাড়া জীবন
ওরা হারিয়েছে সব সম্পর্ক, এখন শেষ নিশ্বাসের অপেক্ষায়,
ওরা এবার শেষবারের মতো লড়তে চায় শুধু নিজের বুদ্ধিতে
পালানোর পথ খুঁজে রেখো তোমরা, আমি ওদের ভরসায়।
১১ ই নভেম্বর, ২০২৩
চিতুড়ী, স্বরূপনগর