একটা অচেনা অনুভূতি গলার কাছে দলা পাকিয়ে আছে
উগরে দিতে চাইছি বারবার কিন্তু আমি ব্যর্থ গোবরে পোকা,
শুকিয়ে যাওয়া যে নদী আজ হারিয়েছে তার ভয়ংকর বান
আমি তার বুকে পা রেখে দাঁড়িয়ে আছি বড্ড একা একা।
তুমি আমাকে বারবার ভালোবেসেছো ভীষণ আড়ম্বরের মাঝেই
আমি শেষ কথপোকথনের পর ডুব দিয়েছি ফুচকার টক জলে
খোলা আকাশের নীচে আমার একান্ত নাটকীয় অপর্যাপ্ত সময়
হারিয়েছি সেই সন্ধ্যের ধূসর গন্ধ আর, লুকোচুরি খোলা চুলে।
আমি বালুচরে তোমায় আঁকি, ভুলে থাকার এক মিথ্যে বাহানায়
পাঁচ বছরেও অভ্যাস বদলায় নি, বদলায়নি সেই পুরানো স্বভাব,
তুমি চিনবে না জানি, যন্ত্রণার মতো এক অসহ্য মাইগ্রেনের চিহ্ন
পারদ আজ চড়ছে থার্মোমিটারে, শুধু একটু ভালোবাসার অভাব।
বন্ধুর মহলে আজ সময় কাটাই, ঠোঁটের কোণে নিকোটিনের জ্বলে
যে হৃদয় একদিন রাঙা ছিল আজ সে বিষাক্ত হয়েছে অবহেলায়,
ঠিক আমার মতো, তোমায় রূপে মুগ্ধ হোক এই পৃথিবীর সবাই
'অসমাপ্ত' লেখা থাকুক তোমার আমার উপন্যাসের শেষ পাতায়।
২৪ শে মার্চ, ২০২৪
চিতুড়ী, স্বরূপনগর