আজ একটা মৃত হৃদপিণ্ড হঠাৎ কেঁপে উঠলো
তার থেকে তাজা রক্ত বের হচ্ছে অনর্গল, অহরহ
মনে হচ্ছে, অসম্পূর্ণ সেই হৃদয় অপ্রাপ্তির আবেশে
বলতে চাইছে হয়ত ছিল তার ভালোবাসা অর্থবহ।
নাকি সেই হৃদয় বলতে চাইছে একটা স্বপ্নের গল্প
যা হয়ত পূরণ করতে পারিনি কাগজ সেনার দেশে,
তার গলার দৃঢ় ফাঁস বলছে কিছু না পাওয়ার বেদনা
হয়ত সে ধরা দিয়েছে স্বপ্নের কাছে, আত্মহত্যা বেশে।
হয়ত সেই কম্পিত হৃদয় আরও বাঁচতে চেয়েছিল
হয়ত লুকিয়ে রাখা আছে সেই গোলাপ ডাইরির ভাঁজে
যে গোলাপ তাকে দিয়েছিল তার কোনো এক প্রিয়জন
হয়ত সে থাকতে চেয়েছিল আরও এক আগামীর মাঝে।
সেই হৃদপিন্ডের প্রতিটি অলিন্দ, প্রতিটি নিলয় ব্যস্ত
আজও সে কিছু খোঁজে ভালো খারাপের পরিপূর্ণতায়,
হয়ত সে খুঁজে চলেছে সেই কালো হয়ে যাওয়া গোলাপ
হয়ত বা সে মুগ্ধ হতে চেয়েছিল কারোর ভালোবাসায়।
৩ রা এপ্রিল, ২০২৪
চিতুড়ী, স্বরূপনগর