মায়া'তেই তুমি থেকো
আজ হঠাৎ তার জন্য একটা কবিতা লিখতে ইচ্ছে হল।
যে কবিতা আমার ভালোবাসা জাহির করতে পারে না।
যে কবিতারা লুকিয়ে থাকত আমার কেমিস্ট্রি বইয়ের মাঝে
যে কবিতাদের চলন্ত বাসের পিছনের সিটে বসে পড়ত সে
আমার সেই কবিতারা যেন আজ বয়সের ভারে টলমলে...
হঠাৎ কথপোকথনের মাঝে ফুলস্টপ,মধ্যরাতের নোটিফিকেশন,
ভুলে যাওয়ার বৃথা চেষ্টা করতে করতে আজ সে খুব ক্লান্ত,
তাই 'ভালোবাসা' ভুলে নিশ্চিন্তে তার 'মায়া'য় আটকে থাকবো।